সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতি বিশাল নিয়োগ ২০২২
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতি বিশাল নিয়োগ ২০২২
সুনামগঞ্জ পল্লী বিদ্যু সমিতি হতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হতে এই নিয়োগটি প্রকাশ করা হয়। এই নিয়োগ টিতে যারা অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাশ রয়েছেন তারা সকলেই আবেদন করতে পারবেন।
পদের নাম ঃ
ডাটা এন্ট্রি অপারেটর ঃ এসএসসি/এইচএসসি পরীক্ষায় নূন্যতম 2.50 পেয়ে উর্ত্তীণ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
সহকারী ক্যাশিয়ার ঃ
শুধুমাত্র মহিলাদের জন্য সংরিক্ষত। এই পদটিতে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সহকারী ক্যাশিয়ার পদটিতে আপনাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 3.00 পেয়ে উর্ত্তীর্ণ হতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই কম্পিটারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ms word, ms excel, ms access সহ বাংলা ও ইংরেজীতে টাইপিং এর গতি থাকতে হবে।
ড্রাইাভার ঃ
ড্রাইভার পদে যারা অষ্টম শ্রেনী পাশ রয়েছেন । তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আপনার মোটামোটিং রিডিং পড়ার যোগ্যতা থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ঘাড়ির খুটিনাটি ইঞ্জিন পরিচালনা ও নষ্ট হলে ঠিক করার মত যোগ্যতা থাকতে হবে।
উপরে উল্লেখিত ৩টি পদের ক্ষেত্রে আপনাদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের শেষ তারিখ ঃ ২৩ জুন ২০২২ইং
আবেদন ফরম ঃ pbs.sunamganj.gov.bd
কোন কিছু জানার জন্য অথবা বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনার উত্তর দেওয়ার জন্য আমরা সার্বক্ষন প্রস্তুত।
#চাকরির_ডাক #চাকরির_পত্রিকা #cakrir_dak #sumanganj_job_circular

কোন মন্তব্য নেই